Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কালিগঞ্জে স্ট্রাইক ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কালিগঞ্জে স্ট্রাইক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুন) বিকেলে গেøাবাল গ্রীণ গ্রান্ড ফ্যান্ড, সানডে ফর ইউম্যান ক্লাইমেট জাস্টিজ ও গ্রীন নিউ ডিল হাব এবং বিন্দু নারী উন্নয়ন সংগঠনের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
“প্রকৃতির ঐকতানে টেকসই জীবন প্রতিপাদ্যকে সামনে রেখে ও “একটাই পৃথিবী” ¯েøাগান নিয়ে প্রথমে বিন্দুর কার্যালয়ের সামনে নারী যুবকর্মীরা স্ট্রাইক করে।

পরবর্তীতে বিন্দুর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিন্দুর নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ পৃথিবীর সপ্তম ঝুঁকিপূর্ণ একটি দেশ। আর সাতক্ষীরা বাংলাদেশের মধ্যে আছে খুব খারাপ অবস্থাতে। পৃথিবীকে আমরা দিনদিন বাসের অযোগ্য করে তুলছি। তার মানে এই নয় চাইলেই আমরা অন্য কোন গ্রহে বাস করতে পারবো।একটাই পৃথিবী তাই এটির টেকসই এবং পরিবেশ বান্ধব সংরক্ষণ এবং পরিচর্যা প্রয়োজন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর কানিজ শাইমা আঁখি, বিন্দুর সহ-সভাপতি শারমিন সুলতানা, সাধারণ সম্পাদক জেবুন্নেছা,সদস্য শাহারিয়ার জ্যোতি, কানিজ রেক্সোনা সাথী, অনুশ্রী মিত্র প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version