নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্প কার্যক্রমের সমাপনী ও কৃতজ্ঞতা জ্ঞাপন সভা সোমবার (২৭ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মৌতলা ইউপি’র সদস্য মাহফুজা খানম, এমএমপুর চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ হোসেন, ঘুষুুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবেদিতা সাধু প্রমুখ।
ওয়াল্ডভিশন’র আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের সিনিয়র অপারেশনস্ অফিসার আশীষ কুমার হালদার। নবযাত্রা প্রকল্প’র কর্মকর্তা মোক্তার হসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজি টোকন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার নাছিম ছায়াদাত, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, নয়ন কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএসএআইডি’র একটি ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এ্যাসিস্ট্যান্স কার্যক্রমের আওতায় বিগত দুই বছর যাবৎ কালিগঞ্জ উপজেলা এলাকায় এই প্রকল্প পরিচালিত হয়েছে বলে জানা গেছে।