নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীনের বিরুদ্ধে সরকারি প্রকল্পে অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক আফজাল হোসেন ও আব্দুল মাজিদ এর বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক আজকের সাতক্ষীরার বিশেষ প্রতিনিধি জিএম মামুন, দৈনিক আলোকিত বাংলাদেশ এর উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল হামিদ, দৈনিক সাতনদী’র সিনিয়র রিপোর্টার হাফিজুর রহমান, দৈনিক সাতঘরিয়া’র কালিগঞ্জ ব্যুরো প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের কর্মকর্তা মারুফ বিল্যাহ রুবেল, শ্যামনগরের সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিলাল হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সদস্য জিএম আব্বাসউদ্দীন, দৈনিক কালের চিত্র’র কালিগঞ্জ ব্যুরো প্রধান ইউপি সদস্য এসএম গোলাম ফারুক, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু প্রমুখ।
দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার নিজস্ব প্রতিনিধি শেখ শাওন আহম্মেদ সোহাগের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীনের বিরুদ্ধে রাস্তা নির্মাণ প্রকল্পের অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে তার গাত্রদাহ শুরু হয়।
নিজস্ব লোক হিসেবে পরিচিত ফার্নিচার ব্যবসায়ী শংকরপুর গ্রামের সিরাজুল ইসলামকে বাদী করে দৈনিক পত্রদূত’র কৃষ্ণনগর ইউনিয়ন প্রতিনিধি ও দৈনিক স্পন্দন পত্রিকার উপজেলা প্রতিনিধি সহকারী শিক্ষক আফজাল হোসেন এবং দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কৃষ্ণনগর ইউনিয়ন প্রতিনিধি সহকারী শিক্ষক আব্দুল মাজিদ এর নামে চাঁদাবাজি ও হামলার মিথ্যা অভিযোগ দেয়।
গত ৫ জুন দিবাগত রাতে ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন নিজে থানায় উপস্থিত থেকে মামলা রেকর্ড করিয়েছেন। তদন্ত ছাড়াই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান মামলা রেকর্ড করেছেন যা মোটেই কাম্য নয়। প্রায় দু’বছর পূর্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান কালিগঞ্জ থানায় যোগদান করেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম অসঙ্গতি তুলে ধরে প্রশাসন ও রাষ্ট্রকে সহায়তা করছে।
কিন্তু সেই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়ে দুর্নীতিবাজদের উৎসাহিত করা হলো। অবিলম্বে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যানসহ যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপার ও উর্দ্ধতন কর্মকর্তাদের প্রতি আহŸান জানিয়েছেন বক্তারা। মানববন্ধনে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।