জুন ৯, ২০২২
কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
![]() নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে শাহিনা পারভীন হাসি (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ওই গৃহবধূ উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের মাহমুদুল হাসানের স্ত্রী ও কালিগঞ্জের রোকেয়া মনসুর মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। বৃহস্পতিবার (৯ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করা হয়।
পরের দিন সকাল সাড়ে ৯ টার দিকে বাথরুমের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় পুত্রবধূ শাহিনাকে দেখতে পায় তারা।
নিহতের স্বামী মাহমুদুল হাসান বলেন, তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিলো। তার সাথে শাহিনার কোন ঝগড়া হয়নি। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হালিমুর রহমান বাবু জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মাহমুদুল হাসান ও শশুর মোবারক হোসেনকে থানায় নিয়ে আসা হয়েছে।
9,123,783 total views, 10,747 views today |
|
|
|