জুন ১৫, ২০২২
কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
![]() ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় অরাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুরে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের মুক্ত মঞ্চে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্ত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস স্বেচ্ছাসেবী সংগঠন “প্রিমিয়ার ছাত্র সংঘের” ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক কবুতর অবমুক্ত করে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। সংগঠনটির প্রধান উপদেষ্টা অষ্ট্রোলিয়ান প্রবাসী এসএম আলতাফ হোসেন লাল্টুর নির্দেশনায় প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল ফুয়াদ অভির নেতৃত্বে পাবলিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে আট শতাধিক মেধাবী শিক্ষার্থীদের অংশ গ্রহণে বাদ্যযন্ত্র ব্যান্ডের ধ্বনিতে মুখরিত হয়ে একটি র্যালী বের হয়ে পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় গিয়ে শেষ হয়।
সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত অধ্যাক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা।
অনুষ্ঠান শেষে সেরা স্বেচ্ছাসেবকদের মাঝে সন্মাননা স্মারক প্রদান করা হয়। 9,123,653 total views, 10,617 views today |
|
|
|