Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে গেল স্বপ্নিল পরিবহন

কলারোয়া প্রতিনিধি : কাভার্ড ভ্যান ওভারটেক করতে গিয়ে যাত্রীসহ স্বপ্নীল পরিবহন গাছের সাথে ধাক্কা খেয়ে পরিবহনে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়৷ এসময় বাস ও গাছের মধ্যে আশঙ্খজনক অবস্থায় আটকে থাকা সুপারভাইজার ও হেলপারকে দ্রুত উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার প্রেরণ করেন বলে নিশ্চিত করে জানিয়েছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার অপু মিয়া৷
শুক্রবার ( ২৪ জুন) দুপুর ১টার দিকে কলারোয়া উপজেলার কাজীরহাট ডেলমা ফিলিং স্টেশন সংলগ্নে (ঢাকা মেট্র ব ১৪ – ৯৪৭৭) স্বপ্নীল পরিবহনটি গাছের সাথে ধাক্কা খেলে দূর্ঘটনা ঘটে৷
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার অপু মিয়া বলেন, এক্সিডেন্টের সংবাদ পেয়ে উদ্ধার অভিযান করতে স্টেশন লিডার মোঃ ওবায়দুল্লাহসহ একটি ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিবহন ও গাছের মধ্যে পিষে থাকা পরিবহনের সুপারভাইজার ও হেলপারকে আশঙ্খজনক অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়৷ পরে তাদের পরিচয় নিশ্চিত করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়৷ তবে ঘটনাস্থল থেকে কৌশলে কাভার্ডভ্যানটি পালিয়ে যায়৷ আহত অবস্থায় অন্যন্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্য স্থলে যায়৷
আহত সুপারভাইজার রিদদিক হোসেন (৫০) পাবনা সদর উপজেলার আব্দুল গফুরের ছেলে ও ডান পায়ে ক্ষতবিক্ষত অবস্থায় গুরুতর আশঙ্খজনক হেলপার সুরাপ আলী (৪০) পাবনার চাঁদপুর এলাকার শের আলীর ছেলে৷
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা বলেন, কাভার্ডভ্যান অতিক্রম করতে গিয়ে দ্রুতগামী পরিবহনটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়৷ এ সময় পরিবহন ও গাছের সাথে আটকে থাকা হেল্পার ও সুপারভাইজারকে উদ্ধার করতে উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে সংবাদ দেন৷ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে৷ স্টেশন লিডার ওবায়দুল্লাহ’র উদ্ধার নৈপুণ্যতা দেখে স্থানীয়রা উদ্ধার দলকে ভূয়সী প্রশংসা করেন৷
কলারোয়া থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, ঘটনাটি শোনার পরেই ঘটনাস্থলে থানা পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version