Site icon suprovatsatkhira.com

কলারোয়ার আব্দুল হাকিমের বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি

কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ার কৃতি সন্তান আব্দুল হাকিম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। গত ৮ জুন পদোন্নতি লাভ করে তিনি বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসে যোগদান করেছেন। তিনি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগের পরিচালক হিসাবে কর্মরত থাকা অবস্থায় নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসাবে পদোন্নতিপ্রাপ্ত আব্দুল হাকিম সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের এক সম্ভ্রন্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি প্রয়াত মুজিবর রহমান সরদার ও কদবানু বিবি’র প্রথম পুত্র। শিক্ষাজীবনে কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুল ও কলারোয়া সরকারী কলেজের একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে বিএসসি (অনার্স), এমএসসি (ফলিত গণিত), পরবর্তীতে বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফাইন্যান্স) ডিগ্রী অর্জন করেন এবং ডিন্স এওয়ার্ড প্রাপ্ত হন। ঢাকাস্থ কলারোয়া সরকারী কলেজের এক্স স্টুডেন্টস সোসাইটি’র অন্যতম উপদেষ্টা ও সাতক্ষীরা সমিতির আজীবন সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হল এলামনাই এসোসিয়েশন ও গণিত বিভাগ এলামনাই এসোসিয়েশনের আজীবন সদস্য।

চাকুরীজীবনে আব্দুল হাকিম ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করে কলারোয়ার মুখ উজ্জ্বল করেন। সুদীর্ঘ নয় মাস ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ ব্যাংক, রাজশাহীতে যোগদান করেন। এ ছাড়া তিনি প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগ, প্রশাসন বিভাগ (বর্তমান নামঃ হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট), ব্যাংক পরিদর্শন বিভাগ-১, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে বিভিন্ন পদমর্যাদায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ব্যাংক, ও গভর্নর সচিবালয়ে মহাব্যবস্থাপক পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি কৃষি ঋণ বিভাগে উপমহাব্যবস্থাপক পদে থাকাকালীন কৃষি ও পল্লী ঋণ নীতিমালা প্রণয়নে উল্লেখযোগ্য অবদান রাখায় বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ এওয়ার্ড প্রাপ্ত হন। কলারোয়াবাসি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত আব্দুল হাকিমের কর্মময় জীবনের সফলতা কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version