জুন ৮, ২০২২
আশাশুনির বুধহাটায় পিকনিকের টাকা উত্তোলন নিয়ে মারপিটে আহত ৩
![]() সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে বুধহাটা মটরসাইকেল চালক সমিতির পিকনিকের টাকা উত্তোলনকে কেন্দ্র করে মারপিটে সমিতির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ ৩ জন আহত হয়েছে। আহতদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার বুধহাটা বাজারে। সে মোতাবেক আমরা সদস্যের কাছ থেকে টাকা তুলছিলাম। বুধহাটা করিম মার্কেটের সামনে মোটরসাইকেল স্ট্যান্ডের সামনে টাকা উত্তোলেনের সময় সমিতির সদস্য নওয়াপাড়া গ্রামের ইমদাদুল সরদারের ছেলে শরবত ব্যবসায়ী শামীম সেখানে এসে সমিতির উদ্দেশ্যে বাজে কথা বলা শুরু করে। বিষয়টি সমিতির সাংগঠনিক সম্পাদক বুধহাটা গ্রামের আব্দুল মজিদ ঢালীর ছেলে আসাদুল ইসলামকে জানালে এ নিয়ে আছাফুর মার্কেটে তার সাথে কথা কাটাকাটির পর আমরা যে যার মত চলে যাই। এর কিছুক্ষণ পর শামীম তার বাবাকে নিয়ে মোটরসাইকেল যোগে এসে আছাফুর মার্কেটে আমাদের পেয়েই লেবু চাপ্তি দিয়ে উপুর্যপুরি পিটিয়ে রক্তাত্ব জখম করে। পার্শ্ববর্তী লোকজন এসে আমাদের উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তাদের আঘাতে আমার মাথায় ৮ি ট সেলাই ও আছাপুরের মাথায় ৫টি সেলাই দিতে হয়েছে। 9,111,439 total views, 15,578 views today |
|
|
|