Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে স্বাস্থ্য কর্মীকে মারপিটের অভিযোগে যুবক আটক

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে স্বাস্থ্য কর্মীকে মারপিট করে রক্তাত্ব জখম করার ঘটনায় এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আহত স্বাস্থ্যকর্মী দীপা কুÐুকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে। দীপা ফকরাবাদ গ্রামের কার্ত্তিক চন্দ্র কুÐুর স্ত্রী। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টায় উপজেলার বড়দল ইউনিয়নের দক্ষিন বড়দল কমিউনিটি ক্লিনিকে।

সিএইচসিপি আহত দীপা কুÐু জানান- আমি ক্লিনিকে রোগি দেখার সময় দক্ষিন বড়দল গ্রামের শহিদুল ইসলামের ছেলে সুজন (৩২) লাঠি নিয়ে অতর্কিতে আমাকে মারতে শুরু করে। তার লাঠির আঘাতে আমি গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে।

বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা বলেন- দীপা কুÐুকে মারপিটের খবর জানতে পেরে প্রথমে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে গ্রাম পুলিশ দিয়ে হামলাকারী সুজনকে আটক করে থানা পুলিশকে অবহিত করলে ওসি তদন্ত জাহাঙ্গীর আলম তাকে থানা হেফাজতে নিয়েছেন। খোঁজ নিয়ে জেনেছি দুস্কৃতিকারী সুজনের বাড়ি গাঁজা চাষী। তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মিজানুল হক জানান- চিকিৎসা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা জরুরী। আহত স্বাস্থ্যকর্মীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম জানান- বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। হামলাকারীকে আটক করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version