জুন ১৪, ২০২২
আশাশুনিতে প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক কর্মশালা
![]() নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ দশ উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১ টায় এতিম ও প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমীক সুপারভাইজার মো. হাসানুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি প্রমুখ। নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা সহায়তা সহ প্রধানমন্ত্রীর ১০ উদ্দ্যোগ সফল করতে কর্মশালায় গ্রæপ ওয়ার্কে সমস্যা চিহ্নিতকরণ এবং প্রচারে করনীয় সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করা হয়। সবশেষে দলগত কার্যক্রমে প্রাপ্ত ফলাফলের সারসংক্ষেপ উপাস্থাপন করা হয়। 9,124,372 total views, 275 views today |
|
|
|