নিজস্ব প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়নে দুঃস্থ ও অসহায় নারীদের কর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বিকালে সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এ মেশিন বিতরণ করা হয়।আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দুঃস্থ নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।
মোবাইল কনফারেন্সের মাধ্যমে সন্মানিত অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম পিপিএম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুনর রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী। অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মহিতুর রহমান, আ’লীগ নেতা আছাদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম সাহেব আলি, জাপা নেতা রুহুল আমিন, আবুল বাশার, ইউপি সদস্য ও মহিলা মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউনিয়নের ৩৫ জন দুঃস্থ অসহায় নারীকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।