Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে জনসেবা ক্লিনিকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বুধহাটা বাজারে জনসেবা ক্লিনিকে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা ও ক্লিনিক কর্তৃপক্ষকে শর্ত পূরণের মুচলেকা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২ টায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহিন সুলতানা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেডিকেল প্রাক্টিস ও বেসরকারি ক্লিনিক এবং ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ৭, ৮ ও ১৩ ধারা মোতাবেক বুধহাটা জনসেবা ক্লিনিকের মালিক রবিউল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া ভ্রাম্যমান আদালত টিম বেসরকারি ক্লিনিক জনসেবার ম্যানেজার নার্গিস পারভীনের থেকে “আগামী ২৩জুনের মধ্যে ১০টি শর্ত পূরণে ব্যর্থ হলে ক্লিনিক সিলগালা করা হবে মর্মে মুচলেকা নেন”। এসময় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মিজানুল হক, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. আব্দুল রহমান, ডা. অনিক গুহ, ডা. মোহাম্মদ শহিদুল্লাহ, ডা. ফরহাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version