আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি দপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
শিক্ষিত, এনরয়েড ফোন ব্যবহারকারী ৫০ জন কৃষকের অংশগ্রহণে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, মোসলেমা খাতুন মিলি, কৃষি অফিসার রাজিবুল হক, উপসহকারী কৃষি অফিসার দিপক মল্লিক প্রমুখ।
বক্তারা বলেন- প্রকল্পের ওয়েব পোর্টালে আবহাওয়া সংক্রান্তে তথ্য, বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ দেওয়া থাকে। এছাড়া প্রত্যেক ইউনিয়ন পরিষদে ডিসপ্লে বোর্ড আছে, সেখানে কৃষি সম্পর্কিত তথ্য পাওয়া যায় এবং বৃষ্টিমাপক যন্ত্র বসানো হয়েছে। কৃষি সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে প্রকল্পের ওয়েব পোর্টালে ও কৃষি অফিসে যোগাযোগ রাখার জন্য কৃষকদের আহŸান জানানো হয়েছে।