Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষক ও সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষ ও সুপারভাইজারদের ১২ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ১০টায় আশাশুনি এতিম ছেলে-মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (২ জুন থেকে ১৩ জুন) সাতক্ষীরা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ প্রশিক্ষণের আয়োজন করে। সমাপনী দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। প্রশিক্ষণ বাস্তবায়ন সংস্থা সাস এর বাস্তবায়নে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক ও কোর্স কো-অর্ডিনেটর হিরামন কুমার বিশ্বাস।

৩ জন সুপারভাইজার ও ৩৫ জন শিক্ষক অংশগ্রহণে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন,
সমাপনী দিনে ১২ দিন ব্যাপী প্রশিক্ষণের মূল্যায়ন করে প্রশিক্ষনার্থীদের আগামী ২৮ জুনের ভেতর সম্মানী প্রদান করা হবে বলে আশ্বস্থ করা হয়েছে

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version