জুন ১, ২০২২
আশাশুনিতে উপজেলা পর্যায়ে ২ দিন ব্যাপী ১ম সারির সুপারভাইজার প্রশিক্ষন উদ্বোধন
![]() সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে উপজেলা পর্যায়ে ২ দিন ব্যাপী ১ম সারির সুপারভাইজার প্রশিক্ষনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করে কমিউনিটি বেইজড হেল্থ কেয়ার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্টের বাস্তবায়নে দুই দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুল হক।
বক্তব্য রাখেন- স্যানেটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা, সহকারী মোক্তারুজ্জামান স্বপন, সিনি. স্টাফ নার্স হাসিনা খাতুন প্রমুখ। প্রশিক্ষন প্রদান করেন আরএমও ডা. দীপন বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান। 9,099,099 total views, 3,238 views today |
|
|
|