Site icon suprovatsatkhira.com

আর্থ-সামাজিক উন্নয়নে আলোর পথ দেখাবে বিআরডিবির ইরেসপো প্রকল্প: সচিব মশিউর রহমান

নিজস্ব প্রতিবেদক : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোঃ মশিউর রহমান-এনডিসি বলেছেন, অসহায় মহিলাদের দারিদ্র্য হ্রাস এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে সরকার বাস্তবায়ন করছে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)। প্রকল্পটি বাস্তবায়নের ফলে সমাজ থেকে বাল্যবিবাহ দূর হবে। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে পূজি গঠন করে কর্মসংস্থান তৈরি হবে। উপকারভোগী মানুষ স্বাবলম্বী হবে। তিনি আরও বলেন, এ প্রকল্পের আওতায় একজন শিক্ষার্থী প্রতিমাসে ২০০টাকা জমা করলে তার সঞ্চয়ী হিসাবে সরকার আরও ২০০টাকা দিয়ে মোট ৪০০টাকা জমা করবে। ১৮বছরের আগে বিয়ে না করলে ওই শিক্ষার্থীকে দেওয়া হবে প্রতি কিস্তিতে আরও ২০০টাকা বোনাস। ফলে তার একাউন্টে জমা হবে মোট ৬০০টাকা। এভাবে একজন শিক্ষার্থী ছাত্রজীবন শেষে পাবে মোটা অঙ্কের টাকা, যা তাকে কর্মসংস্থান তৈরিতে সহায়ক হবে। আর্থ-সামাজিক উন্নয়নে প্রকল্পটি দেখাতে পারে আলোর পথ।

এজন্য দরকার সামাজিক সচেতনতা। দরকার সকলের সমন্বিত প্রচেষ্টা। বৃহস্পতিবার (৯ জুন) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে আয়োজিত দিনব্যাপী প্রকল্প অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহারার সভাপতিত্বে এবং সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) মৃদুল সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরডিবির ভারপ্রাপ্ত মহাপরিচালক এসএম মাসুদুর রহমান, বিআরডিবির প্রকল্প পরিচালক রাসেদুল আলম, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আবু আফজাল মোহাম্মদ সালেহ, সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ জাহাঙ্গীর আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকার, বল্লী গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মুনসুর আলী, বিআরডিবির সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা আল আমিন প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version