মে ১৪, ২০২২
পর্যাপ্ত ক্রেন ও ফরক্লিপ না থাকায় বেনাপোল বন্দর অনির্দিষ্ট কালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা
শার্শা (যশোর) প্রতিনিধি: বেনাপোল শার্শা দেশের বৃহত্তর স্থল বন্দর বেনাপোলে পর্যাপ্ত ক্রেন ও ফরক্লিপ না থাকায় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। ফলে পর্যাপ্ত ক্রেন ও ফরক্লিপের দাবিতে আগামী ১৭ মে থেকে অনিদিষ্ট কালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। শুক্রবার (১৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি সাধারন সম্পাদক আজিম উদ্দিন গাজী।
এদিকে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদারকে একাধিকবার মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেনি।
বেনাপোল বন্দরে ক্রেন ও ফরক্লিপ সরবরাহ কারি প্রতিষ্ঠান বøাক বেঙ্গল এন্টারপ্রাইজের ম্যানেজার মিল্টন জানান, বেনাপোল বন্দর দিয়ে বর্তমানে অধিক পরিমানে পিডিপি (বিদ্যুৎ টাওয়ারের মালামাল) এ্যাংগেল আমদানি হচ্ছে। এতে করে এ টিটিবি এ্যাংগেল ওঠাতে ও নামাতে যেয়ে তাদের বেশ কিছু ক্রেন ও ফরক্লিপের যন্ত্রপাতি নষ্ট হয়েছে। ফলে পণ্য ওঠাতে নামতে সমস্যা হচ্ছে। 8,564,330 total views, 3,035 views today |
|
|
|