মে ২৫, ২০২২
তালায় আম চুরির প্রতিবাদ করায় ঘরে আগুন, সীমানা পিলার ভাঙচুর
নিজস্ব প্রতিনিধি: গাছ থেকে আম পেড়ে নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় এক ব্যবসায়ীর রান্না ঘর, কাঠঘর ও গোয়ালঘরে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। একপর্যায়ে তিনি ওই জমির এক পাশে বাকি থাকা সীমানা পিলার বসিয়ে ঘেরা দিতে গেলে বাসুদেব ও শ্যামসুন্দর বাধা দেয়। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরী করেন। এ নিয়ে থানায় বসাবসি করে সিদ্ধান্ত না হলেও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বিষয়টি নিয়ে বসাবসি করেন। দলিলের নকশা অনুযায়ি তিনি (সুমন) জমি ভোগ করছেন কিনা তা জানতে দাতা সুখেন্দু ঘোষকে ডাকার কথা হলে প্রতিপক্ষরা মানতে রাজি হয়নি। সুমন ঘোষ অভিযোগ করে বলেন, সাতক্ষীরা শহরের বুশরা হাসাপাতালে চিকিৎসাধীন তার ভাগ্নিকে মঙ্গলবার দুপুরে দেখতে যান তার মা কল্পনা ঘোষ। বিকেলে মা বাড়ি ফিরে জানতে পারেন যে বাসুদেব ঘোষ ও শ্যামসুন্দর ঘোষসহ কয়েকজন তাদের গাছ থেকে আনুমানিক তিন মণ আম পেড়ে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাদের রান্না ঘর, কাঠঘর ও গোয়ালঘরে আগুন লাগিয়ে দেয় বাসুদেব ও শ্যামসুন্দর। প্রতিবেশি জয়ন্ত ঘোষের বাড়িতে কালিপুজা দেখতে আসা লোকজন ছুঁটে এসে ওই আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে খলিলনগর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা উপপরিদর্শক শহীদুল ইসলাম ঘটনাস্থলে আসেন।
অরবিন্দ ঘোষ, সুকুমার ঘোষ ও জয়ন্ত ঘোষের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামলা রয়েছে বাসুদেব ও শ্যামসুন্দরের বিরুদ্ধে। আদালতে বারবার হেরে গেলেও আপিল করে জমির দখল ফিরিয়ে দেয়নি বাসু ও শ্যাম। একইভাবে একজন বড় মাপের জনপ্রতিনিধি তাদের আত্মীয় হওয়ার সুবাদে সুমন ঘোষের ন্যয্য জমির কিঠু অংশ গায়ের জোরে দখল করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আম পেড়ে নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় রাতে সুমনের তিনটি ঘরে আগুন দেওয়ার পর সীমানা পিলার তুলে দেওয়া হয়েছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মোঃ ফকরুল আলম খান সাংবাদিকদের বলেন, গাছ থেকে আম পেড়ে নিয়ে যাওয়া ও ঘরে আগুন দেওয়ার ঘটনায় সুমন ঘোষ বাদি হয়ে বুধবার দুপুরে বাসুদেব ঘোষ ও শ্যামসুন্দর ঘোষসহ অজ্ঞাতনামা চার জনের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 8,583,817 total views, 503 views today |
|
|
|