কেশবপুর প্রতিনিধি: এঙ্গলবার বিকেলে কেশবপুর সরকারি খাদ্যগুদামে আনুষ্ঠানিক ভাবে ধান চাল ক্রয় কার্যক্রম উদ্বোধনন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন । ধান চাল ক্রয়ের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপজেলা খাদ্য কর্মকর্তা লায়লা আফরোজ,কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা গুদাম কর্মকর্তা সুনীল মন্ডল, প্রেসকøাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সহকারি উপখাদ্য পরিদর্শক রুহুল আমিন, এরিয়া ইন্সপেক্টর রাকিবুল হাসান, মিল মালিক সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান ,বিষ্ণু দাসসহ কৃষক ও মিলাররা। সরকারিভাবে চাল ১০১৬ মেঃটন ও ধান ১৩৬০ মেঃটন ক্রয়ের লক্ষ্যমাত্রা ধারা হয়েছে। আগামি ৩১ আগষ্ট পর্যন্ত কৃষকরা অনলাইনের মাধ্যমে ধান ক্রয়ে নিবন্ধন করতে পারবে।
8,586,115 total views, 2,801 views today