মে ১৪, ২০২২
কালিগঞ্জের মথুরেশপুরে ওয়াপদা ভাঙনরোধে সিসি ব্লক স্থাপন
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের মথুরেশপুর ইউপি’র ৫ নম্বর পোল্ডারের ¯øুইচগেট এলাকায় ভেঁড়িবাধ ভাঙন রোধে সিসি বøক বসানো হয়েছে। যার কারণে নদীর পাড়ে বসবাসরত মানুষ সহ আশেপাশের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। শনিবার (১৪ মে) সকালে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের নিজ অর্থায়নে এ বøক বসানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বøক বসানো কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ভাঙনের আগে থেকে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম যে পদক্ষেপ নিয়েছেন সেটি প্রশংসার দাবিদার। তার নিজস্ব অর্থায়নে এ সিসি বøক বসানো হচ্ছে। সিসি বøক বসানোর কারণে এই অঞ্চলের অনেক উপকার হবে বলে জানান তিনি। মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি’র খাল কমিটির সভাপতি ফিরোজ কবির কাজল, মথুরেশপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের আলম, ইউপি সদস্য রহমত আলী, সাংবাদিক আহম্মদউল্লাহ বাচ্চু, হাবিবুল্লাহ বাহার প্রমুখ। 8,605,311 total views, 13,190 views today |
|
|
|