মে ২২, ২০২২
আশাশুনিতে জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের নাম ঘোষণা
সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে জাতীয় শিক্ষা সপ্তাহ’২২ প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) এস.এম আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত একপত্রে জানাগেছে, আশাশুনি উপজেলার বিভিন্ন ক্যাটাগরীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতায় বিজয়ী শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন (কলেজ) আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, (মাধ্যমিক) বদরতলা যাদব চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার গাইন ও (মাদ্রাসা) গাজীপুর কুড়িগ্রাম ইসলামিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে (কলেজ পর্যায়) আশাশুনি সরকারি কলেজ, (মাধ্যমিক পর্যায়) আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও (মাদ্রাসা পর্যায়) গুনাকরকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসা। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন (কলেজ) আশাশুনি সরকারি কলেজের প্রভাষক (রসায়ন) সজল কুমার আঢ্য, (মাধ্যমিক) সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুদ্দীন ও (মাদ্রাসা) আশাশুনি দাখিল মাদ্রসার সহকারী মৌলভী মুস্তাহিদুর রহমান এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন আশাশুনি সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র আবু জাহিদ ও আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নারায়ণ চন্দ্র পালের কনিষ্ঠ কন্যা ওই স্কুলের নবম শ্রেণির ছাত্রী শ্রাবন্তী পাল।
8,611,943 total views, 3,600 views today |
|
|
|