প্রেস বিজ্ঞপ্তি : জেলা তথ্য অফিস সাতক্ষীরার আয়োজনে তালা উপজেলার শহীদ আলী আহম্মেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ২৬ মে বৃহস্পতিবার সকাল ১০টায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও গুজব প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (তালা-কলারোয়া) সাতক্ষীরা-১ আসনের অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘোষ সনৎ কুমার, উপজেলা চেয়ারম্যান, তালা, ভাইস-চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান, মুরশিদা পারভীন পাঁপড়ি, মোঃ এনামুল ইসলাম, অধ্যক্ষ, শহীদ মুক্তিযোদ্ধা কলেজ, তালা, অলোক কুমার তরফদার, প্রধান শিক্ষক, শহীদ আলী আহম্মেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নাজমুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, তালা, প্রনব ঘোষ বাবলু, চেয়ারম্যান, খলিলনগর ইউনিয়ন পরিষদ, তালা ও সভাপতি তালা প্রেসক্লাব, খেশরা ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাগণ ও অন্যান্য সুধীজন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা থেকে বিরত থাকতে হবে। গুজব সৃর্ষ্টি না করে বিজ্ঞান, চিকিৎসা ও বিভিন্ন সামাজিক উন্নয়নে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সহযোগিতা করতে হবে। রাজনৈতিক ও ধর্মীয় কারণে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, এ ব্যাপারে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। তিনি আরো বলেন, মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হিসেবে অন্য সম্প্রদায়ের লোকেরা আমাদের কাছে আমানত স্বরূপ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা অব্যহত রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও গুজব প্রতিরোধ প্রয়োজন। জেলা তথ্য অফিসের এধরণের আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, জনসাধারণকে সচেতন করে সমসাময়িক বিষয়ে প্রচারণা অব্যহত রাখতে হবে। জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি ও গুজব প্রতিরোধ বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন মোঃ মোজাম্মেল হক, জেলা তথ্য অফিসার, সাতক্ষীরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি তথ্য অফিসার মোঃ রমজান আলী, বিভিন্ন স্কুল কলেজের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানে তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নানা শ্রেণি পেশার নারী-পুরুষ, ইমাম, পুরোহিত, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ প্রায় সাতশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।