Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আশাশুনি সরকারি কলেজ

সমীর রায়, আশাশুনি : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ সাতক্ষীরা জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে আশাশুনি সরকারি কলেজ। এই প্রথম বার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। নানা ষড়যন্ত্রে মুখ থুবড়ে পড়া কলেজটিতে যোগদানের মাত্র সাত মাসেই জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপান্তরিত করে দেখিয়েছেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ।
জেলা প্রশাসক এসএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে গঠিত কমিটি এ ফলাফল ঘোষনা করেন।

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ার পর তিনি কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন- এ কৃতিত্ব শুধু আমার একার নয়; এটি সমস্ত শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের। যারা সঠিকভাবে তাদের দ্বায়িত্ব পালন না করলে আমার পক্ষে কলেজটিকে এই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না।”

তিনি কলেজের অভিভাবক সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ,ফ,ম রুহুল হক এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও অভিভাবকবৃন্দকে কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এদিকে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ ও সকল শিক্ষক কর্মচারীবৃন্দ কে অভিনন্দন জানিয়েছেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ সকল সাংবাদিকবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version