Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে ২৫ পলি ভারতীয় রেনু আটক

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার উত্তর কৈখালী বিজিবি’র অভিযানে ২৫ পলি ভারতীয় অবৈধ্য গলদার রেনু আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) আনুমানিক সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা এলাকায় অভিযান চালিয়ে এ গলদা রেনু আটক করা হয়। তবে এঘটনায় বিজিবি সদস্যরা কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি।

জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির এফএস ইসমাইল হোসেন রমজাননগর এলাকার সোরায় অভিযান পরিচালনা করেন। এ সময় চোরাকারবারীরা তার উপস্থিত বুঝতে পেরে সোরা কার্পেটিং রাস্তা সংলগ্ন ইব্রাহিমের বাড়ীর সামনে ০৫ বস্তা রেনু ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের উত্তর কৈখালী বিজিবি’র হাবিলদার মোজাফফার হোসেনের নেতৃত্বে একটি টহল দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত ৫ বস্তা রেনু নিয়ে যায়। উত্তর কৈখালী বিজিবির কোম্পানি কমান্ডার জানান, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরকারবারি চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত গলদা রেনুর মূল্য আনুমানিক প্রায় ১১ লক্ষ ২৫ হাজার টাকা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version