মে ২৫, ২০২২
শ্যামনগরে পরিবার পরিকল্পনার স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণ অবহিতকরন কর্মশালা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার( ২৫ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এবং এমসিএইচ সার্ভিসেস ইউনিটের বাস্তবায়নে অবহিতকরন সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. শাকির হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসিএইচ এবং এমসি আর এইচ এর পরিচালক ডা. মাহমুদুর রহমান, সাতক্ষীরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক রওশন আর জামান,জেলা সিভিল সার্জন ডা. হোসাইন শাফায়াত, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ, ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. জিয়াউর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার মো. আরিফুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন শাহিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, যুগ্ন সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল,বিভিন্ন ইউপির চেয়ারম্যান, সিএইচসিপি সহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। 8,605,192 total views, 13,071 views today |
|
|
|