Site icon suprovatsatkhira.com

বেনাপোলে তৃতীয় লিঙ্গের দুই গ্রæপের সংঘর্ষে আহত ৮

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও বেনাপোলে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সিনিয়র হিজরা সর্দার ডালিয়া ও সোনিয়াসহ ৮ জন আহত হয়েছে।
গত বুধবার সকালে শার্শার গোগা ও দুপুরে বেনাপোল ভবারবেড় গ্রামে পৃথক এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে বর্তমানে হিজরা পাড়ায় অবস্থান করছেন।

আহত হিজরা বলেন, গত বুধবার সকালে গোগা গ্রামে হঠাৎ এসেই সিনিয়র হিজরা ডালিয়া ও সোনিয়ার উপরে হামলা চালানো হয়। তাদের উদ্ধার করতে বাকিরা এগিয়ে আসলে তাদের উপরেও হামলা চালায় ববি, অপু, আব্দুল্লাহ, ভাবনা, চাঁদনীসহ প্রায় ২৫জন। পরে বেনাপোল ভবারবেড় গ্রামে এসে আবারও আমাদের উপরে হামলা চালায় তারা। এসময় আমাদের কাছে থাকা স্বর্ণালংকার নিয়ে নেয়। নিজেদের ঘরের জিনিসপত্র ভেঙে আমাদের ফাঁসানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

প্রতিবেশিরা জানায়, ভবারবেড় গ্রামে স্বাধীনতার পর থেকে বয়স্ক হিজরা নিলু আছেন এখানে। তাকে বিভিন্ন সময় হত্যার হুমকিসহ মারধর করেন হামলাকারীরা। প্রতিনিয়ত নির্যাতনের শিকার হন তিনি। আমরা সব নিজের চোখে দেখেছি। আমরা এ ঘটনার সঠিক বিচারের দাবি করছি প্রশাসনের কাছে।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, দুপুর বেলা বেনাপোল ভবারবেড় এলাকায় তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়ে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রনে আনে। এ সংক্রান্তে উভয়পক্ষের দুটি অভিযোগ থানায় জমা দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা নিব।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version