মে ২৯, ২০২২
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
জি এম রুস্তম আলী, বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ০৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মে) বেলা ১১ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উক্ত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, বাজেট হচ্ছে একটি ইউনিয়নের অর্থ বছরের বিভিন্ন ধরনের উৎস হতে কি পরিমান অর্থ আয় হয় এবং তা জনকল্যাণে কিভাবে ব্যয় করা হয় তারই একটি পূর্ব পরিকল্পনা যা ইউনিয়নবাসীর জানার অধিকার শুধু নয়- জনগণের সুচিন্তিত মতামত প্রনয়নের ভিত্তিতে সচেতন ইউনিয়নবাসীর সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সকল উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনায় সহযোগিতায় করাই সুনাগরিকের দায়িত্ব। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ট্যাক্স পরিশোধ করা, বাল্য বিবাহ রোধে সকলের সহায়তা কামনা করেন। বক্তব্য শেষে তিনি ২০২২-২৩ অর্থবছরের জন্য ২ কোটি ৯১ লাখ ৮৮ হাজার ৫০০ টাকার বাজেট ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদ সচিব মো. রিয়াজুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত বাজেট অধিবেশনে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি.এম আব্দুর রউফ, ইউপি সদস্য জি.এম আবিদ হাসান, সংরক্ষিত ইউপি সদস্যা মোছা. ফাতেমা বেগম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য এবং সদস্যাবৃন্দ, অত্র ইউনিয়নের সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, এরাকার সূধীজন, সমাজসেবক, রাজনৈতিক মহল সহ সকল অঙ্গনের প্রতিনিধিবৃন্দ। 8,604,592 total views, 12,471 views today |
|
|
|