মে ৩১, ২০২২
বুধহাটায় খালের বর্ধিত অংশে অবৈধ দখল ও মাটি কেটে নেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বুধহাটা ইউনিয়নের পদ্ম বেউলায় প্রবাহমান খালের বর্ধিত অংশে অবৈধ দখল ও মাটি কেটে নিজের জমির সাথে মিশিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে মানুষের যাতয়াতের পথে বাধা, পাশের ভিটেবাড়ি ও জমিতে ভাঙ্গন সৃষ্টি হওয়ায় প্রতিকার প্রার্থনা করে বিভিন্ন দফতরে অভিযোগ করা হয়েছে। কিন্তু প্রবাহমান খালের বর্ধিত একটি অংশ স্থানীয় বেলায়েত হোসেনের ছেলে রোকনুজ্জামান অবৈধ দখল নিয়েছেন। সাথে সাথে অনেক স্থানে খালের জমির মাটি কেটে নিজের জমির সাথে মিশিয়ে নিয়েছেন। নতুন খনন করা সরকারি খালের বাঁধ কেটে নিজের পুকুর সম্প্রসারিত করে সরকারি সম্পত্তি জবর দখলে নিয়েছেন। খালের বাঁধের জমিতে ঘেরাবেড়া দিয়ে জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। এছাড়া স্থানীয় সাইফুল ইসলামের ভিটেবাড়ি ও সিরাজের জমির পাশ দিয়ে বড় ধরনের গর্ত করে মাটি কেটে নেওয়ায় ধ্বস নেমে ভিটেবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে সিরাজের জমিতে ধ্বস নামতে শুরু করেছে।
এলাকাবাসী জানান, খালের উত্তর পাশে ৭/৮ কাঠা ও দক্ষিণ পাশে ২বিঘা মত জমিতে কোন প্রকার প্রটেকশান বাঁধ না নিয়ে সে মাছ চাষ করে থাকে। ফলে পাশের জমির মালিকদের বাড়ি, জমি, মাছ চাষ প্রোজেক্টের পানির প্রভাবে ক্ষতিগ্রস্ত ও ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে। ইতিমধ্যে কিছু গাছও মারা গেছে। 8,610,242 total views, 1,899 views today |
|
|
|