Site icon suprovatsatkhira.com

পঞ্চাশ জন গ্রীষ্মকালীন টমেটো চাষিদের নিয়ে বায়ার ক্রপসায়েন্সের মাঠ দিবস

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় গ্রীষ্মকালীন টমেটো চাষে অধিক নিরাপদ ফল উৎপাদন ও রোগ বলাই প্রতিরোধে পঞ্চাশ জন চাষিদের নিয়ে বায়ার ক্রপসায়েন্সের উদ্যোগে পরামর্শ বিষয়ক মাঠ দিবস অমুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে উপজেলার জয়নগর ইউনিয়নের ওপফাপুর মোড় এলাকার বসন্তপুর গাজনার সংযোগ স্থান মাঠে মায়ের দোয়া ট্রেডার্সের কৃষি উদ্যোগতা এসএম মাহবুব রেজার বেটার লাইফ ফার্মিং সেন্টারের অধিনে এ মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

বায়ার ক্রপসায়েন্স কলারোয়ার ট্রেড ডেভেলপমেন্ট অফিসার আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টমেটো চাষিদের পরামর্শ দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। টমেটোর উৎপাদন বৃদ্ধি ও রোগ বলাই প্রতিরোধে বায়ার ক্রপসায়েন্স লিমিটেড এর কীটনাশক ব্যবহারের গুরুত্ব তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পরামর্শ দেন বায়ার কোম্পানির যশোর রিজওনাল ম্যানেজার কৃষিবিদ রাশেদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বায়ার কোম্পানির সাতক্ষীরা টেরিটরি ইনচার্জ কৃষিবিদ সুব্রত কুমার রায়।

মাঠ দিবসে অতিথিরা গ্রীষ্মকালীন টমেটো চাষে ৫০ জন কৃষকদের সমস্যা শোনেন এবং বায়ার কোম্পানির কীটনাশক ব্যবহারের নিয়ম ঔষধ প্রয়োগের সঠিক মাত্রা সঠিক নিয়ম ও সঠিক সময়ে ব্যবহারের সমস্যা সমাধানে পরামর্শ দেন। উপজেলা কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, উপজেলাতে ১২ হাজার ৫০০ হেক্টর আবাদ যোগ্য জমি আছে। যেখানে মাত্র ৬৭ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটোর আবাদ হয়েছে।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এসএপিপিও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক, বায়ার কোম্পানির কলারোয়া উপজেলা পরিবেশক সুমন হোসেন, সাতক্ষীরা মেন্টর জাকির হোসেন, এগ্রি কনসালটেন্ট হুসাইন আহমেদ, জিয়াউল ইসলাম, ক্রপ ক্লিনিক অ্যাডভাইজর নয়ন হোসেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version