মে ২২, ২০২২
তালায় বিশ্ব জীববৈচিত্র দিবস পালিত
তালা প্রতিনিধি : জীববৈচিত্র সংরক্ষণ করি, সবার ভবিষ্যৎ নিশ্চিত করি- ¯েøাগানকে সামনে রেখে তালায় বিশ্ব জীববৈচিত্র দিবস-২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার (২২ মে) সকালে উপজেলা বন অধিদপ্তরের আয়োজনে, বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষন ফেডারেশন (বিবিসিএফ) এর সহযোগীতায় এবং বন্যপ্রাণি রক্ষায় কাজ করা তালার স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডলাইফ মিশন’র বাস্তবায়নে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি তালা উপশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে তালা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বন কর্মকর্তা ইউনুস আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়াইল্ড লাইফ মিশনের সভাপতি সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বক্তব্য রাখেন, আমরা বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক এস.এম. নাহিদ হাসান, ওয়াইল্ডলাইফের স্বেচ্ছাসেবক গোবিন্দ ভদ্র, জুলফিকার আলী ভুট্ট, গ্রীন ম্যানের প্রতিষ্ঠাতা ইমরান রাব্বি, সাংবাদিক তাপস সরকার, তালা বøাড ব্যাংকের অ্যাডমিন অসীম রায়, আব্দুল্লাহ আল মামুন সৈকত, মো. রাকিব হোসাইন, মোঃ সেলিম, শেখ রেদোয়ান ইসলাম ও বৃক্ষপ্রেমি কোহিনূর ইসলামসহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ। সভা শেষে ওয়াইল্ডলাইফ মিশনের স্বেচ্ছাসেবকদের বিভিন্ন অভিযানে উদ্ধার করা খাঁচায়বদ্ধ শালিক ও ঘুঘু পাখি প্রকৃতির মাঝে অবমুক্ত করা হয়। 8,583,188 total views, 10,958 views today |
|
|
|