মে ২৯, ২০২২
তালায় পূর্ব শত্রুতার জেরে আম লুটের অভিযোগ
তালা প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে তালার সুজনশাহা গ্রামে মো. খালিদ হাসান নামের এক ব্যক্তির আম বাগান থেকে ৩০/৩৫ মন আম জোর করে পেড়ে নিয়েছে প্রতিপক্ষরা। আম পাড়ার ঘটনায় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা আম বাগান মালিক খালিদ হাসানকে পিটিয়ে আহত করে। প্রতিপক্ষের হামলা ও হুমকির মূখে চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে নিরিহ জমি মালিক খালিদ হাসান। উপজেলার সুজনশাহা গ্রামের আলাউদ্দীন শেখ’র ছেলে মো. খালিদ হাসান জানান, বাউখোলা মৌজার, বিএস ৩৫৯ খতিয়ানের, হাল ১৫০ দাগের ১ একর ৩০ শতক জমির মধ্যে ৩২ শতক জমি এওয়াজ সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘ প্রায় ১৮ বছর ভোগদখল করছেন। ওই জমিতে তিনি আম গাছ সহ বিভিন্ন গাছপালা রোপন এবং ফসল চাষাবাদ করছেন। জমিতে লাগানো প্রায় ১৮ বছর বয়সের আম গাছগুলোতে এবছর প্রচুর আম হয়েছে। খালিদ হাসান বলেন, একই গ্রামের মৃত. নুর উদ্দীন শেখ’র ছেলে মো. রায়হান ফিরোজ সহ তার বাড়ির লোকজন বিগত ৩/৪ বছর আগ থেকে পূর্বের এওয়াজ অমান্য করে আমার এই জমি জোর দখল করার চেষ্টা শুরু করে। এনিয়ে তারা ইসলামকাটি ইউনিয়ন পরিষদে এক অভিযোগ দায়ের করলে ইউনিয়ন পরিষদ আমার পক্ষে রায় প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে রায়হান ফিরোজ আমাকে প্রতিনিয়ত হুমকি প্রদান সহ আমার ভোগ দখলীয় জমি থেকে উচ্ছেদ এবং গাছপালা কর্তন সহ গাছের পাকা আম লুটপাট করার হুমকি দিতে থাকে। এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষ রায়হান গং বাইরে থেকে লোকজন এনে সম্প্রতি গাছ থেকে ৩০/৩৫ মন আম পেড়ে লুটপাট করে। ঘটনার সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা হামলা চালিয়ে খালিদ হাসানকে আহত করে। বর্তমানে প্রতিপক্ষরা ওই জমি সহ গাছপালা দখল এবং গাছে থাকা বাকি আমগুলো লুটপাট করার জন্য এলাকায় মহড়া চালাচ্ছে। এতে করে হামলা ও হুমকির ভয়ে চরম নিরাপত্তাহীনায় ভুগছে নিরিহ খালিদ হাসান। এ বিষয়ে তিনি উর্দ্ধতন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। 8,582,307 total views, 10,077 views today |
|
|
|