Site icon suprovatsatkhira.com

ডিবি গার্লস হাইস্কুলে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : ফুলেল শুভেচ্ছা বিনিময় ও নব নির্বাচিত কমিটির অভিষেকের মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ভাষা ল্যাব মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. মহসীনুল ইসলাম।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক নূর ইসলাম, মাহমুদ হাসান লিটন, স্কুলের বিদ্যোৎসাহী সদস্য মোঃ আব্দুল হামিদ বাবু, শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, শামীমা আক্তার, অভিভাবক সদস্য রবিন কর্মকার, মোঃ মিয়ারাজ হোসেন, মুন্নাফ মন্ডল, সাবেক অভিভাবক সদস্য নজর উদ্দীন সরদার, সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারি শিক্ষক গীতা রাণী সাহা, মোঃ হাফিজুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, খালেদা খাতুন, ভানুবতী সরকার, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, কনক চন্দ্র ঘোষ, দেবব্রত ঘোষ, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এই সরকারের আমলে সারা দেশে শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটেছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন, তথ্য প্রযুক্তির বিকাশে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন, বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি, শেখ রাসেল স্কুল অব ফিউচার স্থাপনসহ বিভিন্ন ক্ষেত্র নজর কাড়া উন্নয়ন করেছে। শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রæতিবদ্ধ। তিনি আরো বলেন, ডিবি গার্লস হাইস্কুল সাতক্ষীরায় একের পর এক সাফল্য রেখে নারী শিক্ষার উন্নয়নে ভুমিকা রাখছে। ইতোমধ্যে বিদ্যালয়টির সুনাম ছড়িয়ে পড়েছে। বিদ্যালয়টির উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version