মে ২৫, ২০২২
জেলা তথ্য অফিস আয়োজিত দু’দিন ব্যাপী শিশু মেলার সমাপনী
প্রেস বিজ্ঞপ্তি : “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম) পর্যায় ১ম সংশোধন” শীর্ষক প্রকল্পের অধীনে জিওবি খাতের আওতায় জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে শহীদ আলী আহম্মেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ২৪ ও ২৫ মে দু’দিন ব্যাপী শিশু মেলার সমাপ্তি ঘটেছে। শেষ দিনেও বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে জাকজমকপূর্ণ এ আয়োজন শেষ হলো। জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পলটু বাসার, বিশিষ্ট কবি ও সাহিত্যিক এবং সম্পাদক, সাতক্ষীরা জেলা স্কাউট, অলোক কুমার তরফদার, প্রধান শিক্ষক, শহীদ আলী আহম্মেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তালা, সাতক্ষীরা, নাজমুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, তালা, সাতক্ষীরা, শেখ মোবাশে^র হোসেন, সিনিয়র সহকারি শিক্ষক, সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়। জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি তথ্য অফিসার মোঃ রমজান আলী, বিভিন্ন স্কুল কলেজের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন। দু’দিন ব্যাপী শিশু মেলায় শিশু-নারীর অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, জন্ম-নিবন্ধন, নিরাপদ মাতৃত্ব, স্যানিটেশন, বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, যৌতুক প্রতিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, অটিজম ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম বাস্তবায়িত হয়। চিত্রাঙ্গণ প্রতিযোগিতা, দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলায় ১২টি স্টলের মধ্যে ৩টি সেরা স্টলের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, তালা ১ম, জাতীয় মহিলা সংস্থা, তালা ২য় এবং উন্নয়ন প্রচেষ্টা, তালা ৩য় পুরস্কার পায় এবং অন্যান্য সকল অংশগ্রহণকারী প্রতিষ্ঠান’কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। 8,583,131 total views, 10,901 views today |
|
|
|