মো. জাকির হোসেন, শোভনালী প্রতিনিধি : দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকায় সংবাদ প্রকাশের পর আশাশুনি-কালিগঞ্জ উপজেলার সংযোগস্থল চাম্পাফুল-কালিবাড়ি বাজারের ঝুঁকিপূর্ণ সেই কার্লভাটটি সংস্কার করা হয়েছে। চাম্পাফুল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোজাম্মেল হক নিজস্ব অর্থায়নে কার্লভাটটি মেরামত করে দিয়েছেন।
সাতক্ষীরার বহুল প্রচলিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকায় সংবাদ প্রকাশের পর ইউপি চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে গত ৬ মে রাত থেকে নির্মাণ শ্রমিক দিয়ে সারারাত কাজ করিয়ে এর সংস্কার কাজ সম্পন্ন করেন। কার্লভাটটি সংস্কার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
এসময় সহযোগিতা করেন চাম্পাফুল বাজার কমিটির সহসভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক গোলাম কবির, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুর রহমান, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ গোলাম কাইয়ুম, বিশিষ্ট ব্যবসায়ী পঙ্কজ কুমার ওরফে রবীন্দ্র সরকার, ব্যবসায়ী কবির হোসেন, শেখ মজিবর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, আশাশুনি- কালিগঞ্জ উপজেলার সাথে যোগাযোগের সড়কের উপর অবস্থিত একমাত্র কার্লভাটটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় এর উপর দিয়ে কোন ভারী যানবাহনতো দুরের কথা এমন কি ভ্যান, ইজিবাইক পর্যন্ত চলাচল করতে পারছিল না। তাছাড়া ঐতিহ্যবাহী আ.প্র.চ. মাধ্যমিক বিদ্যালয়ে যেতে হলে কোমলমতি শিক্ষার্থীদের ঐ ব্রিজ দিয়ে পার হয়ে যেতে হয়। ফলে জনজীবনে মারাত্মক ঝুঁকি হয়ে দাড়ায় ব্রিজটি।