মে ৯, ২০২২
ঘূর্ণিঝড় অশনি: সাতক্ষীরা উপকূলে ৩ হাজার স্বেচ্ছাসেবক, ৮৬টি মেডিকেল টিম প্রস্তুত
ডেস্ক রিপোর্ট: ঘূর্ণিঝড় অশনি মোকাবেলায় সাতক্ষীরায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুত করা ১৯৭টি সরকারি আশ্রয়কেন্দ্র। এছাড়াও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে চলছে সংস্কার কাজ।
সোমবার সকাল থেকে জেলাব্যাপী বৃষ্টি হয়েছে। বিকালেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন জানান, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৮শ’ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ৪৪টি পয়েন্টের বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সোমবার থেকে এসব স্থানে জিওব্যাগ ফেলা হচ্ছে। সিপিপির স্বেচ্ছাসেবক জিএম মাসুম বিল্লাহ বলেন, অশনির দূরবর্তী হুশিয়ারি সংকেত পেয়ে ইতোমধ্যে মুখে মুখে প্রচার প্রচারণা চালানোর কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ইউনিটে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।
শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন সিপিপির টিম লিডার জি এম মহিবুল্লাহ বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ পেলে সাথে সাথে পতাকা উড়ানো হবে, মাইকে প্রচার করা হবে। 8,604,872 total views, 12,751 views today |
|
|
|