মে ২৭, ২০২২
খুলনায় বিএনপির ১২ নারী নেত্রী জামিনে মুক্ত
খুলনা প্রতিনিধি : খুলনা বিএনপির গ্রেপ্তারকৃত ৪১ নেতাকর্মীর মধ্যে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ২৯ জনকে জেলহাজতে প্রেরণ ও ১২ নারী নেত্রীকে জামিনে মুক্তি দিয়েছে আদালত। শুক্রবার (২৭ মে) বিকেলে তাদের হাজির করা হলে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: আল আমিন ১১ আসামিকে জামিন ও ৩০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পদ্মা সেতু ইস্যুকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশের সিনিয়র নাগরিকদের সম্পর্কে প্রধানমন্ত্রীর উক্তির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে হামলার পর বৃহস্পতিবার খুলনায় বিএনপির সমাবেশ পন্ড হয়ে যায়। এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগ এনে খুলনা সদর থানার এস আই বিশ্বজিৎ কুমার বসু বাদী হয়ে মামলা করেন। মামলায় মহানগর বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুল আলম মনা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি রকিবুল ইসলাম বকুল, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহির, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ ৯২ জনের নাম উল্লেখসহ ৮৯২ নেতাকর্মীকে আসামি করা হয়। শুক্রবার গ্রেফতারকৃত ৪১ নেতাকর্মীকে আদালতে প্রেরণ করা হলে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেহেনা ঈসা, সাবেক কাউন্সিলর আনজিরা খাতুন, মুন্নি জামান, মিসেস মনি, কাওসারী জাহান মঞ্জুসহ ১২ নারী নেত্রীকে জামিন দেয় আদালত। বাকিদের জামিনে শুনানী আগামী রোববার অনুষ্ঠিত হবে। আসামী পক্ষের আইনজীবী ছিলেন, এড. গাজী আব্দুল বারী, এড. মোমরেজুল ইসলাম, এড. মশিউর রহমান নান্নু, এড. তৌহিদুর রহমান তুষার, এড. আক্তার জাহান রুকু, কেএম শহিদুল আলম, এড. তফসির আহমেদ চুনি, এড. কানিজ ফাতেমা আমিন প্রমূখ। জামিন পেলেন যারা: মহিলা দলের যুগ্ম আহবায়ক সৈয়দ রেহানা ইসা, সাবেক কাউন্সিলর আনজিরা খাতুন, কাওসারী জাহান মঞ্জু, শারমিন আক্তার, মরিয়ম খাতুন মুন্নি, ইভা জামান, মনি, রুকাইয়া শারমিন, রুবিনা, কাজলী, পাপিয়া আক্তার পারুল ও আফরোজা জামান। কারাগারে গেলেন যারা: মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, মো: রনি শেখ, মো: হাফিজুর রহমান, মো: মালেক খাঁ, মো: আবু জাফর, মো: আসাদ মোল্লা, শেখ খালিদ বিন ওয়ালিদ ওরফে শোভন, মো: সাইফুল ইসলাম, শেখ মো: রুবেল হোসেন, মো: তিতাস শেখ, শেখ সরোয়ার হোসেন, মো: আজগর সরদার, মো: রেজাউল ইসলাম, মো: উজ্জল মোল্লা, ইমরান, মো: শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, নয়ন সরদার, মো: বোরহান আলী আকুঞ্জি, সাইফুল ইসলাম, আবু সালেহ শিমুল, মো: দুলাল, মো: লিটন ফকির, সুমন মীর, মোল্লা তরিকুল ইসলাম, সাজ্জাত হোসেন জিতু, নুর আলম নুরু, মো: সোবহান খান ও মো: কদর শিকদার।
8,549,623 total views, 229 views today |
|
|
|