নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে একই দিনে গলায় ফাঁস লাগিয়ে এক নারী ও এক পুরুষ আত্মহত্যা করেছে। তারা হলেন উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ইউসুপপুর এলাকার মোজাহিদ হোসেনের স্ত্রী শারমিন খাতুন (২২) ও নলতা ইউনিয়নের দূর- দরিয়া এলাকার মৃত আমির আলী মোড়লের ছেলে বক্কার মোড়ল (৬২)।
সূত্র জানান, গৃহবধূ শারমিনের সাথে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের পারিবারিক কলহ চলছিলো। যার সূত্রধরে বৃহস্পতিবার (১২ মে) সকালে গৃহবধৃ নিজ ঘরের আড়ার সাথে ওড়নার সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক নকীব পান্নু ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন।
একই দিন বিকেলে নলতা ইউনিয়নের দূর- দরিয়া এলাকার বৃদ্ধ বক্কার মোড়ল নিজ বাড়িতে রশির সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বৃদ্ধার পরিবারের দাবি (বক্কার মোড়ল) তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। খবর পেয়ে উপ-পরিদর্শক খবির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।