নিজস্ব প্রতিনিধি: স্কুল চলাকালিন সময়ে কিশোর গ্যাং’র সদস্য, কতিপয় ছাত্র, বহিরাগত বখাটেদের মাদক সেবনের প্রতিবাদ করায় শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১০ মে) বেলা ১১ টার দিকে কালিগঞ্জের মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে।
অতঃপর আটক ৫ গ্যাং সদস্যকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহাদাত হোসেন ও থানার উপ-পরিদর্শক সাঈদ হোসেনের নিকট মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তারা হলেন, উপজেলার কাঁকশিয়ালী গ্রামের খোকনের ছেলে জিসান, মোমরেজপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে বায়জিদ, একই গ্রামের আব্দুস সবুরের ছেলে এখলাসুর রহমান, খোকনের ছেলে সুমন, জালালের ছেলে জনি এবং নারায়ণপুর গ্রামের কুদ্দুসের ছেলে রাকিব।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার স্কুল চলাকালিন সময়ে কিশোর গ্যাংয়ের সদস্য, কতিপয় ছাত্র এবং বহিরাগত মাদকসেবী ৫/৭ জনের একটি গ্রুপ বিদ্যালয়ের পিছনে প্রকাশ্যে মাদক সেবন করছিলো।
বিষয়টি জানতে পেরে ওই স্কুলের শিক্ষক রেজাউল ইসলাম, সঞ্জয় কুমার ঘোষ এবং কার্তিক সরকার গিয়ে প্রতিবাদ করায় উল্টো কিশোর গ্যাংয়ের সদস্যরা শিক্ষকদের লাঞ্ছিত করে তাড়িয়ে দেয়।
পরে বিষয়টি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোসলেম উদ্দিনকে জানালে তিনি মাদকসেবীদের আটক করে স্কুলের সভাপতিকে অবহিত করেন।
সভাপতি বিষয়টি সাথে সাথে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফাকে জানালে উপ পরিদর্শক সাঈদ হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।
এরপর স্কুলের সভাপতি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারান ঘোষ এবং উপ-পরিদর্শক সাঈদ এর নিকট অভিযুক্ত স্কুল ছাত্র ও কিশোর গ্যাংয়ের অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা দিয়ে রেহাই দেওয়া হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, প্রাথমিক পর্যায়ে ওই স্কুলের সভাপতি সাবেক সংসদ সদস্য শাহাদাত হোসেনের মধ্যস্থতায় রেহাই দেওয়া হয়েছে।