মে ১৫, ২০২২
কালিগঞ্জের নলতা আইএইচটি ম্যাটস’র ঘটনায় মামলা দায়ের
নিজস্ব প্রতিনিধি: কোচিং না করায় কালিগঞ্জের নলতা আইএইচটি ম্যাটস ইনস্টিটিউটে সোলায়মান হোসেন (২৫) নামে এক শিক্ষার্থীকে তুলে নিয়ে রড দিয়ে বেধড়ক পিটিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা পটুয়াখালী জেলার বাউফল থানার দাসপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হানিফ বাদী হয়ে ৪ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। জানা গেছে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা আইএইচটি ম্যাটস এন্ড ইনস্টিটিউটে রেডিওলজি বিভাগের শিক্ষক সাঈদী হাসানের নির্দেশে অন্য তিন শিক্ষার্থী গত শুক্রবার রাত ১০ টার দিকে সোলায়মানকে হোস্টেল থেকে ডেকে নিয়ে যায়। এরপর সোলাইমান হোসেনকে রড দিয়ে আঘাত করে মাথা ফাটানোসহ সারা শরীরে নির্দয়ভাবে পেটায়। বর্তমানে ভুক্তভোগী ওই শিক্ষার্থী দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। আসামিদেরকে আটকের চেষ্টা চলছে। 8,604,156 total views, 12,035 views today |
|
|
|