সমীর রায়, আশাশুনি : আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ বলেছেন- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্যবাদী ও ধর্ম নিরপেক্ষ। আজ পূর্ণ হলো ‘বিদ্রোহী’ রচনার শতবর্ষ। কাজী নজরুল ছিলেন নিপীড়িত মানবতার কবি। নির্ভীক চিত্তে শোষিত বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কলম ধরেছেন। নির্ভয়ে কুসংস্কার ও ধর্মান্ধতার বিরুদ্ধে লিখে গেছেন আগুন ঝরা লেখনি। কোন লোভ বা নির্যাতনের কাছে মাথা নত না করে লালিত আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। তিনি শুধু বিদ্রোহী কবি ছিলেন না, ছিলেন প্রেমের কবি। অজ¯্র গানে তিনি সমৃদ্ধ করেছেন বালংার সঙ্গীত ভূবন। তিনি বাংলা গজলের প্রবর্তক। জাতীয় কবির দর্শন যেন আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে লালন করতে পারি। তার জন্যে আমাদের ভবিষ্যত প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বুধবার সকালে আশাশুনি সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে নজরুল জন্মজয়ন্তী ও ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ পালন উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জাকির হোসেন ভুট্টোর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. রবিউল ইসলাম ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. হাবিবুর রহমান।
আলোচনা সভা শেষে নজরুল সংগীত পরিবেশন করেন প্রভাষক শিরিন বাহার যুথি ও প্রভাষক জাকির হোসেন ভূট্টো সহ কলেজের শির্ক্ষাথীবৃন্দ।