Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় সমাবেশে আনসার ভিডিবি’র সদস্যের বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ফারুক হোসাইন রাজ, কলারোয়া: সমাজিক অঙ্গনে শান্তি শৃঙ্খলা ও উন্নয়ন বজায়সহ স্বেচ্ছায় সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সাতক্ষীরার কলারেয়ায় জাঁকজমকপূর্ণ এক সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের মাঝে বাইসাইকেল সেলাই মেশিন ও বিশেষ পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) দুপুরের উপজেলা হলরুমে শান্তি, শৃঙ্খলা, উন্নয়নে সর্বত্রে আমারা’’ এ ¯েøাগানকে সামনে রেখে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা হালিমা খাতুন দাপ্তরিক কার্যক্রম ও সমাজে অবদান রাখায় চার জন আনসার ভিডিবি সদস্যকে বাইসাইকেল, একজনকে সেলাই মেশিন ও অন্যান্য সদস্যদের বিভিন্ন ধরনের পুরুষ্কার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মৃধা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতক্ষীরা জেলা কমান্ডেন্ট মোরশেদা খানম। তিনি আনসার ভিডিবির সুনাম অক্ষুণ্ণ রেখে যে সকল সদস্যরা সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সেবামূলক কাজ করেছেন তাদেরকে পুরুষ্কার প্রধান মন্ত্রীর পুরস্কার প্রাপ্তির জন্য আবেদন করতে আহŸান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, প্রাকৃতিক দূর্যোগে অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রাথমিক সহায়তা ও সাহসী মনোবল বাড়াতে আনসার ভিডিবি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে কাজ করছে।

উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষীকা মোমেনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কুমার সরকার, মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, আনসার ভিডিবি ব্যাংক কর্মকর্তাসহ উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার নারী পুরুষ আনসার ভিডিবি’র কমান্ডার সদস্যসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version