ফারুক হোসাইন রাজ, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) বিকাল ৪ টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সভার সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জুলফিকারুজ্জামান জিল্লুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রেখে উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস৷ বিশেষ অতিথি কলারোয়া থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মৃধা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নছর, থানা অফিসার ইনচার্জ ওসি তদন্ত হাফিজুর রহমান হাফিজ, কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল রেজা, বেত্রবতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, সহ-সভাপতি কাজী শামসুর রহমান, সহ-সভাপতি মিসেস লতিফা আক্তার হেনা, সাধারণ সম্পাদক ও কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, অধ্যাপক এএইচএম কামরুজ্জামান পলাশ, সদস্য উৎপল কুমার সাহা, সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, সাংবাদিক আরিফ মাহমুদ, এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, আরিফুল হক চৌধুরী প্রমূখ৷
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস বলেন, প্রতিটি মানুষ পরিবার খেলার সাথী শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজিকভাবে শিক্ষা লাভ করে৷ সকলকে উচিত সুশিক্ষায় শিক্ষিত হয়ে নীতি নৈতিকতা বজায় রেখে সমাজে বসবাস করা৷ শিশু থেকে শুরু করে সকল বয়সের মানুষকে দুর্নীতি মুক্ত হয়ে চলাচলের জন্য সচেতনতা বৃদ্ধির জন্য কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানান৷