মে ৭, ২০২২
আশাশুনি উপজেলা অবসরপ্রাপ্ত সেনা সংগঠনের সভায় ৩ সদস্য বহিষ্কার
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা সংগঠনের আশাশুনি উপজেলা শাখার ৩ সদস্যকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আশাশুনি উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদক যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাগেছে, শনিবার (৭ মে) সকালে সংগঠনের বুধহাটাস্থ উপজেলা শাখা কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন, সভাপতি অনারারী লে. (অব:) শফিকুর রহমান শফিক। সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব:) আব্দুল আলিমের পরিচালনায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব:) আব্দুল গফ্ফার, সার্জেন্ট (অব:) সিরাজুল ইসলাম সিরাজ, সার্জেন্ট (অব:) তৈয়েবুর রহমান, সার্জেন্ট (অব:) আব্দুর রহিম, ল্যা: কর্পোরাল (অব:) ছামাদুল ইসলাম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে সার্জেন্ট (অব:) আব্দুল হান্নান, কর্পোরাল (অব:) ইউনুচ আলী ও কর্পোরাল (অব:) আহছানুর রহমানকে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমান পাওয়ায় গঠনতন্ত্র মোতাবেক উল্লেখিত ৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাথে তাদের সাথে সংগঠনের কোন বিষয়ে যোগাযোগ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া তাদের কোন বিষয়ে সংগঠন দায় দায়িত্ব বহন করবে না বা দায়ী থাকবে না বলে উল্লেখ করেছেন। এ ছাড়া সভায় কমিটির আয়-ব্যয় ও সংগঠনের উন্নয়নে বিভিন্ন প্রকার সিদ্ধান্ত গৃহিত হয়। (প্রেস বিজ্ঞপ্তি)। 8,613,824 total views, 5,481 views today |
|
|
|