মে ১১, ২০২২
আশাশুনিতে অবৈধ গর্ভপাতে বিধবার মৃত্যুর অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে প্রেমের সম্পর্কে বিধবা হয়ে পড়ে সাত মাসের সন্তান সম্ভবা। গোপনে অবৈধ গর্ভপাতের ফলে সেই ভিকটিমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের ছেলে। পুলিশ বিধবার মৃতদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মৃত বিধবা ও মধ্যম বড়দল গ্রামের মৃত লিয়াকত গাজীর ছেলে তাজবীর আহম্মদ বাদী হয়ে থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। এজাহার সূত্রে জানাগেছে, ১৩ বছর পূর্বে তার পিতা ইন্তেকাল করেন। একই গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে কামাল হোসেন তাদের বাড়িতে গিয়ে সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক মেলামেশা করতে থাকে। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত¡া হয়ে পড়লে কামাল কে বিয়ের জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু রাজী না হয়ে খালেক গাজীর ছেলে গোলজার ও মৃত পরাণ গাজীর ছেলে মোহাম্মদসহ অজ্ঞাতনামা ৩/৪ ব্যক্তির সহযোগিতা ও উস্কানিতে সন্তান নষ্ট করার পরামর্শ দিতে থাকে এবং ষড়যন্ত্রমূলক ভাবে ২৫ এপ্রিল আসামিদের সহযোগিতায় কামাল তার মাকে ভুল বুঝিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধান মেলেনি। গতকাল বুধবার (১১ মে) সকাল ৬.৩০ টার দিকে বাদীর চাচাত ভাই আব্দুল্লাহ তাদের বাড়িতে গিয়ে বলে, বাদীর মায়ের মৃতদেহ উত্তর একসরা গ্রামে তার দাদা কাশেম মালীর বাড়িতে অজ্ঞাত কয়েক জন ব্যক্তি নিয়ে রেখেছে। বাদীর বিশ্বাস তার মাকে কোন ক্লিনিকে নিয়ে অবৈধ গর্ভপাত ঘটানোয় অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে।
পুলিশ ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে মেডিকেল টেষ্ট করতে থানা হেফাজতে নিয়েছেন।
8,611,812 total views, 3,469 views today |
|
|
|