মে ৮, ২০২২
সাতক্ষীরা বাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন বিপুল ভোটে পুনরায় আরশাদ আলী খোকা সভাপতি ও জাহিদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত
![]() নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীনা এবং ভোটারদের শতভাগ অংশগ্রহণের মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং খুলনা- ৫৫০) ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মোট ২ হাজার ১শ ৩৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ৭৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে মো. আরশাদ আলী গাজী খোকা ৬৫০ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মীর মনিরুজ্জামান পেয়েছেন ২৮২ ভোট। সহ সভাপতি পদে মো. শহিদুল ইসলাম ৩৫১ ভোট এবং মো. মুকুল হোসেন ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. জাহিদুর রহমান ৯৬৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি শেখ মামুনার রশিদ পেয়েছেন ১৮ ভোট। যুগ্ম সম্পাদক পদে আসাদুর রহমান খান ৪৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি মো. আশরাফুজ্জামান পেয়েছেন ১৫১ ভোট। সহ যুগ্ম সম্পাদক পদে মো. ইব্রাহিম সরদার ৩৪৫ ভোট পেয়ে নির্বার্চিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী কামাল পেয়েছেন ২৭৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. মিলন হোসেন ৪৯০ ভোট পেয়ে নির্বার্চিত হয়েছেন, তার প্রতিদ্বন্দি প্রার্থী নাজমুল বাহার পেয়েছেন ১৯৩ ভোট। সহ সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন খন্দকার বদিউজ্জামান, প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মিন্টু, সহ প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন বাবুল হোসেন। সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শমিমুর রহমান সাদ্দাম, অফিস সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আক্তারুজ্জামান। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আনিছুর রহমান। কার্যানির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নুর আলম গাজী, মো. বিল্লাল হোসেন, শেখ হারুন, শেখ ফারুক হোসেন, মো. আক্তার হোসেন, মো. মোতাহার হোসেন, মো. হামিদুল ইসলাম ও মো. আজিজুল ইসলাম। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন এড. মো. রবিউল ইসলাম ও সহকারী প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন এড. জাকির হোসেন। নির্বাচিতরা এবং সমর্থকরা ফলাফল পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যেন আনন্দের বন্যা বইছে। 9,123,709 total views, 10,673 views today |
|
|
|