Site icon suprovatsatkhira.com

ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং/গোডাউন শ্রমিক ইউনিয়ন রেজি: (১১৫৫ ও ১১৫৯ এর) ত্রি-বার্ষিক নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ৭২টি মনোনয়ন পত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি : ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ ও ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২ উপলক্ষে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছে প্রার্থীরা। শুক্রবার (২৭ মে) মনোনয়ন পত্র দাখিল’র নির্ধারিত সময়ে ১৩টি পদে ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ এর ৪১টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছিল প্রার্থীরা।

মনোনয়ন পত্র জমা পড়েছে ৩৮টি। মনোনয়নপত্র জমা দিয়েছে সভাপতি পদে ২জন, সহ-সভাপতি পদে ৩জন, সাধারণ সম্পাদক পদে ২জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩জন, কোষাধ্যক্ষ পদে ২জন, প্রচার সম্পাদক পদে ২জন, দপ্তর সম্পাদক পদে ৩জন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে ২জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৩জনের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছে ১৩জন বলে জানিয়েছেন ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ এর প্রধান নির্বাচন কমিশনার ছাইফুল করিম সাবু, সহকারী নির্বাচন কমিশনার জিয়াউর বিন সেলিম যাদু ও সহকারী নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেন। অপরদিকে ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর ১৩টি পদে ৩৬টি মনোনয়ন বিক্রি হয়েছিল। মনোনয়নপত্র জমা পড়েছে ৩৪টি।

সভাপতি পদে ৪জন, সহ-সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৪জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২জন, সাংগঠনিক সম্পাদক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ২জন, প্রচার সম্পাদক পদে ২জন, দপ্তর সম্পাদক পদে ২জন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে ৩জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৩জনের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছে ৯জন বলে নিশ্চিত করেছেন ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর প্রধান নির্বাচন কমিশনার শেখ হারুন উর রশিদ, সহকারী নির্বাচন কমিশনার এ্যাড.শেখ তামিম আহমেদ সোহাগ ও সহকারী নির্বাচন কমিশনার শেখ শাহাঙ্গীর হোসেন সাহিন।

মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীরা ভোটার ও সমর্থকদের সাথে নিয়ে উৎসবমূখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী তফশীলে খসড়া ভোটার তালিকা অনুযায়ী ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ এর ভোটার সংখ্যা ১২৫৩ এবং ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর ভোটার সংখ্যা ১১৯৮ জন। নির্বাচনী তফশীল অনুযায়ী আগামী ২৮/০৫/২০২২ তারিখে মনোনয়ন পত্র যাচাই বাছাই ও প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ, আপিল ও আবেদন ২৯/০৫/২০২২, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০/০৫/২০২২, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ৩১/০৫/২০২২, আগামী ০২/০৬/২০২২ প্রতীক বরাদ্দ, ভোট গ্রহণের তারিখ ১১/০৬/২০২২।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version