দেবহাটা প্রতিনিধি : পারুলিয়ায় ৮দলীয় ওরিয়েন্ট ক্লাব ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় দক্ষিন পারুলিয়া স্পোটিং ক্লাব মাঠে পারুলিয়া ওরিয়েন্ট ক্লাবের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সসিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্যা, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, পারুলিয়া ৭নং ওয়ার্ড ইউপি সদস্য অসিম কুমার ঘোষ সহ ক্লাবের নের্তৃবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন।