মে ৬, ২০২২
পাখীমারা হামিদীয়া হাফেজিয়া মাদ্রাসায় সংবর্ধনা ও পাগড়ী প্রদান
![]() শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে পাখীমারা হামিদীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান-মেম্বরদের সংবর্ধনা ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়েছে। বুধবার মাদ্রাসা ময়দানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পদ্মপুকুর ইউনিয়নের নব-নির্বাচিত (সংবর্ধিত) চেয়ারম্যান আমজাদুল ইসলাম (আমজাদ)। প্রধানবক্তা ছিলেন অধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপার মাও. একরামুল কবীর, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস, এম, মোস্তফা কামাল, সমাজ সেবক মিজানুর রহমান ও শফিকুল ইসলাম প্রমুখ। সংবর্ধিত নব-নির্বাচিত ইউপি মেম্বররা হলেন, আব্দুস সবুর সানা, মফিজুল ইসলাম ঢালী, হাফিজুর রহমান ও আকরামা মিজান। তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও বিশেষ সম্মাননা পুরস্কারে ভুষিত করা হয়। ২০২২ সালে এ মাদ্রাসা থেকে ৬জন ছাত্র কোরান শরীফ হেফজ সম্পন্ন করায় তাদের কে কোরান শরীফ, তাফসীরুল কোরান,পাগড়ী, টুপি, রুমাল, ক্রেস্টসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়। ইসমাঈল হোসেনের সঞ্চলনায় মাদ্রাসার সভাপতি আবুল কালাম আজাদ ও পরিচালক হাফেজ আব্দুল হাকিম মাদ্রাসার সার্বিক পরিবেশ শুভেচ্ছা বক্তৃতার মাধ্যমে তুলে ধরেন। হাফেজ মোঃ এসকেন্দার আলীর সৌজন্যে পূর্বের ও বর্তমান বিদায়ী হাফেজ ছাত্রদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। 9,098,997 total views, 3,136 views today |
|
|
|