মে ২৪, ২০২২
দেবহাটায় ১০০ ডিবটিওবয়েল বিতরণ
![]() দেবহাটা ব্যুরো : বেসরকারি উন্নয়ন সংস্থা সোস্যাল এজেন্সী ফর ওয়েলফেয়ার এ্যান্ড এ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াব) এর পক্ষে দেবহাটা উপজেলায় অসহায়, দুঃস্থ্য মানুষের আর্সিনিক মুক্ত পানি পান করার জন্য ছওয়াবের চেয়ারম্যান এস.এম রাশেদুজ্জামানের ঐকান্তি প্রচেষ্টায় ১০০ শত মানুষের মাঝে ফ্রি ডিবটিউওয়েল বিতরণ করা হয়েছে। গতকাল মাঝ পারুলিয়া বিশ্বাস বাড়ীতে সকাল ১০টায় টিবটিউয়েল বিতরণ পূবর্ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রথান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মুজিবর রহমান। ডিবটিবওয়লে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দেবহাট উপজেলার নির্বাহী অফিসার এ,বি এম খালিদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দেবহাটা উপজেলা শাখার সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, বক্তারা ছওয়াবের এধরনের জনহিত কর কার্যক্রমে অংশ গ্রহন করার জন্য ছওয়াব কে ধন্যবাদ জানান এবং সাথে সাথে আগামীতে ছওয়াবের কার্যক্রমের সেবা দেবহাটাবাসী বেশি বেশি পায় সে ব্যপারে উদ্যোগ নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি, এম স্পর্স, আওয়ামী যুব লীগের দেবহাটা উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিন্নুর, পারুলিয়া ইউনিয়নের ইউ, পি সদস্য গোলাম ফারুক, ইউ, পি সদস্য রবিউল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম, ফেয়ার মিশনের সভাপতি হাবিবুল ইসলাম হাবিব, ফেয়ার মিশনের সাধারন সম্পাদক আবু রায়হায়ন সহ স্থানীয় গণ্যমাণ্য বাক্তি ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ছওয়ার ইতিমধ্যে দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় ৩০টি ডিবটিওয়েল খনন কাজে সম্পর্ন করেছেন। বর্তমানে আরো ১০০টি ডিবটিউওয়েল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিত ভাবে উদ্ভোধন করা হল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে ছওয়াব এর প্রোগ্রাম অফিসার মনিরুজ্জামান। অতিথি মন্ডলী উপকার ভোগীদের হাতে ডিবটিওয়েল বিভিন্ন সামগ্রী তুলে দেন। ডিবটিওয়েল সমগ্র কার্যক্রম পরিচালনার সহযোগীতা করেন দেবহাটা ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশন। 9,123,715 total views, 10,679 views today |
|
|
|