দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ০১ মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে। বুধবার সন্ধ্যায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই আসিফ মাহমুদ এএসআই শামীম হোসেন ও সঙ্গীয় ফোর্স।
অভিযান পরিচালনাকালে উপজেলা সদরের রির্সোস সেন্টারের সামনে পাঁকা রাস্তার উত্তর-পশ্চিম কোনে আসামী নুর আলমের ভাঁজার দোকান হতে মাদক ব্যাবসায়ী দেবহাটা গ্রামের মোবারক আলী পুত্র নুর আলম মোল্যা (৪০)কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে দেবহাটা থানায় একটি মাদক মামলা দায়ের পূর্বক আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।